বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন নারায়ণগঞ্জের জিসান ও রাব্বি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের দুই উদীয়মান ক্রিকেটার জিসান আলম ও মাহফুজুর রহমান রাব্বি। অস্ট্রেলিয়া সফরের চারদিনের ম্যাচ ও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে তাদের। ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান।
জিসান ও রাব্বি দুজনই ক্লেমন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ছাত্র এবং বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড় ছিলেন। তাদের শৈশব ও ক্রীড়াজীবনের শুরুটা নারায়ণগঞ্জ থেকেই।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ১১টি দল। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান শাহীন্স, নেপাল জাতীয় দল এবং বিগ ব্যাশ লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল।
উল্লেখ্য, জিসান আলম ও মাহফুজুর রহমান রাব্বি ২০২৩ সালের যুব এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন। সেই সময় থেকেই তারা জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হয়ে ওঠেন।