২৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ২৩ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মাসুদুজ্জামানের পক্ষে দোয়া মাহফিল

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মাসুদুজ্জামানের পক্ষে দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে খানপুর সরদারপাড়া দারুস সালাম এতিমখানা ও মাদ্রাসায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ইসালউদ্দিন মাহমুদ, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান সরকার লিমন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

আয়োজকরা জানান, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় এ আয়োজন করা হয়। একই সঙ্গে তারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়