জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে “স্মরণে জুলাই গণঅভ্যুত্থান” উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় শহরের ডিআইটি মসজিদ সংলগ্ন ‘জুলাই-আগস্ট স্মৃতিকর্ণার’ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “জুলাই-আগস্টের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমরা বুক ফুলিয়ে রাজপথে ছিলাম, সত্য কথা বলেছি। জেল-জুলুম, গুলি, হামলা, মামলার ভয় উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “অনেকে আজ সুসময়ে সাহস দেখাতে চায়, কিন্তু যারা দুঃসময়ে সত্যের পক্ষে ছিল না, তাদের সাহস নয়, কাপুরুষতা বলে বিবেচনা করি। কেউ কেউ এখন বিদেশে বসে নিজেকে ‘মাস্টারমাইন্ড’ দাবি করে, অথচ আন্দোলনের সময় মাঠে ছিল না। আমরা এসব দাবি করি না, কাজ করেছি নিরবে।”
মুফতি মাসুম বলেন, “এই স্মৃতিকে ধরে রাখতেই ‘জুলাই-আগস্ট স্মৃতিকর্ণার’ প্রতিষ্ঠা করেছি। এখানে ধারাবাহিক আরও কাজ হবে। সবাইকে আহ্বান জানাই স্মৃতির এ জায়গাটিতে আসার জন্য, সহযোগিতার জন্য।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাই যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, সেটি হলো—প্রত্যেক আসনে দেশপ্রেমিকদের জন্য একটি ঐক্যবদ্ধ ‘বক্স’ থাকবে। আমি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনকে সবার সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত একটি আসনে রূপান্তর করতে চাই।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক দল। আমরা দেশে শান্তি ও ইনসাফভিত্তিক শাসন চাই। ইসলামী হুকুমত, কুরআন-সুন্নাহর আইন ছাড়া এদেশে টেকসই শান্তি ও সুবিচার সম্ভব নয়।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও জুলাই-আগস্ট গণআন্দোলনের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।