০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ৫ আগস্ট ২০২৫

আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা

আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা

নারায়ণগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য সাহসিকতা ও নেতৃত্বের জন্য কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা ও সাবেক শিক্ষার্থী মুন্নি সরদারকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, “জুলাইয়ের সেই দিনগুলো এখনো চোখে ভাসে। এই অভ্যুত্থান ছিলো সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে, কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে।”

তারা আরও বলেন, “আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ—যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির আহ্বায়ক ও কলেজের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কলেজের অধ্যক্ষ অ্যাড. মো. সাখাওয়াত হোসেন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. মোহাম্মদ সালাহ উদ্দিন ভুঁইয়া, প্রভাষক অ্যাড. রাসেল প্রধান, প্রভাষক অ্যাড. আবু রায়হান। 

এছাড়াও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 

সর্বশেষ

জনপ্রিয়