স্কুলের শতবর্ষ উপলক্ষে র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

আইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে একদিনব্যাপী র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে স্কুল প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ড. সোয়েব রেজা আলম। সভাপতিত্ব করেন এনবিআর-এর অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা আকসির এবং পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদুল হক।
বিজয়ীদের তালিকায় প্রথম ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, দ্বিতীয় রায়ান রশিদ মুগ্ধ, তৃতীয় ফাহাদ বিন আবু আহসান, চতুর্থ উইমেন ক্যান্ডিডেট মাস্টার নিলাভা চৌধুরী, পঞ্চম সিয়াম চৌধুরী, ষষ্ঠ আশফাক সাফিন আহনাফ, শ্রেষ্ঠ বালিকায় সিমন আহমেদ পুরুস্কার লাভ করে।
নারায়ণগঞ্জ অঞ্চলভিত্তিক শ্রেষ্ঠ খেলোয়াড়: নারায়ণগঞ্জ-১ আমিনুল হাসান সুদিন, নারায়ণগঞ্জ-২ মো. রিয়াদ রহমান, নারায়ণগঞ্জ-৩ মো. আবিদুর রহমান, নারায়ণগঞ্জ-৪ মো. রোহান খান এবং নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ বালিকায় নুশরাত হাসান নাবা পুরস্কৃত হয়।