গণঅভ্যুত্থান দিবসে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত বছর এই দিনে বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবের অধ্যায় রচিত হয়েছিল। দীর্ঘ দেড় দশকের জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তা ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়াস। শহীদ সন্তানদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আহতদের সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, “আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কারো অধিকার হরণ হবে না, আইন থাকবে সবার জন্য সমান এবং তা সুষ্ঠুভাবে প্রয়োগ হবে। রাষ্ট্র চলবে নিজের গতিতে, কারো স্বেচ্ছাচারী হস্তক্ষেপে নয়।”
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী সরকার ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। ৫ আগস্টের এই ঐতিহাসিক দিন একটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যদি এই ঐক্য বিনষ্ট হয়, তবে তা হবে শহীদদের আত্মত্যাগের অপমান।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।”
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা চাই রাষ্ট্র শহীদ পরিবার ও আহতদের যথাযথ মর্যাদা ও সহায়তা দিক। গণতান্ত্রিক উত্তরণ ও রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলনে অংশ নিয়েছিলাম, তা যেন বাস্তবায়িত হয়।”
এ সময় শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান: জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. নূর কুতুবুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগরের নিয়ামুল ইসলাম বিপ্লব খান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহসভাপতি মেহবুবা আক্তার, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, যুবশক্তির জাবেদ আলম ও আমিনুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি অমিত হাসান, বিতর্ক ও উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম, সদর উত্তর সভাপতি দেওয়ান মোহাম্মদ শিহাব, থানার সেক্রেটারি রায়হান জামিল সরকার প্রমুখ।