২৩ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪৭, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪৮, ২২ জুলাই ২০২৫

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে ফারহান

‘তোমরা রাজনীতিতে এখনও কাঁচা’

‘তোমরা রাজনীতিতে এখনও কাঁচা’

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, ‘‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিও না, আমরা ধৈর্য ধরতে শিখেছি। তোমরা চাষাঢ়ার মোড়ে আমাদের নেতাকে নিয়ে অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছ, তোমরা ছোট মানুষ এজন্য কিছু বললাম না। তোমরা রাজনীতিতে এখনও কাঁচা।’’

মঙ্গলবার (২২জুলাই) বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেদী হাসান ফারহান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী বা যে কোন ব্যক্তি হোক যদি সমালোচনা করেন তাহলে গঠনমূলকভাবে করুন। কিন্তু সেটা যখন অশ্লীল হয় তখন তোমাদের কিন্তু রক্ষা হবে না।’’

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অতন্ত ধৈর্যের সাথে বলছি, আপনারা যে স্লোগান দিয়ছেন, তার জন্য অতি দ্রুতই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইতে হবে। যদি না চাও তোমাদেরকে আমরা ফ্যাসিস্টের সহযোগী মনে করব। বিপ্লব ঘঠেছে, এই বিপ্লব তোমার বাপের না, এই বিপ্লব সবার। তোমরা বিপ্লবের চেতনা বিক্রি করো, তোমরা ঠিকাদার। মাইক পাইলে যা ইচ্ছে তাই বলবা, এটা কিন্তু ছাত্রদল সহ্য করবে না। এবারের জন্য সাবধান করে দিলাম তোমরা বাচ্চা মানুষ। পরবর্তীতে সচেতনভাবে স্লোগান দিবেন। সমালোচনা করুন, সমালোচনা শুনার ধৈর্য আমাদের হয়েছে। কিন্তু সেই সমালোচনা যখন অশ্লীল হবে তখন ভাববো তোমরা ছাত্রলীগ। তোমরা ছাত্রলীগের দোসর ভেবেই ব্যবস্থা করা হবে।’’

তিনি আরও বলেন, “তোমরা রাজনীতি করো আদর্শ নিয়ে, সেই আদর্শ মানুষের মাঝে তুলে ধরো। আমরা জিয়াউর রহমানের আদর্শ মানুষের মাঝে তুলে ধরি। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেড়িয়ে এসে সুন্দর ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্রদলের সাথে মোকাবেলা করার আহ্বানও করছি।’’

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়