০৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৬, ৩০ জুলাই ২০২৫

নতুন সীমানায় নারায়ণগঞ্জের তিনটি আসন কেমন হবে

নতুন সীমানায় নারায়ণগঞ্জের তিনটি আসন কেমন হবে

নারায়ণগঞ্জে তিনটি সংসদীয় আসনে সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এ সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন আসতে যাচ্ছে নারায়ণগঞ্জ তিন, চার ও পাঁচ আসনে।

নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন। এ জেলার সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসন। পরে ইসির সুপারিশে সোনারগাঁয়ের সঙ্গে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সোনারগাঁয়ের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সঙ্গে বন্দরের আরও পাঁচটি ইউনিয়ন যুক্ত হবে।

বন্দরের এ পাঁচটি ইউনিয়ন এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায়। নতুন সুপারিশে এ আসনের আরও দুʼটি ইউনিয়ন— সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন বাদ পড়বে। তবে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড যুক্ত হবে এ সংলদীয় আসনের এলাকা হিসেবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ-৫ আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করেছে ইসি।

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড ও সদর উপজেলার ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর, বক্তাবলী, এনায়েতনগর ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন। তবে সুপারিশে এ আসনে সদরের অপর দুʼটি— আলীরটেক ও গোগনগর ইউনিয়নকে যুক্ত করার কথা বলা হয়েছে। তবে, সেক্ষেত্রে নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড বাদ পড়বে।

এ ওয়ার্ডগুলো নারায়ণগঞ্জ-৫ আসনের এলাকা হিসেবে গন্য করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুননির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনে সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি।

যে ৩৯টি আসনে ছোট-বড় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে চারমধ্যে নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসন রয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের অনুমোদনের পর প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের নতুন সীমানা বণ্টনকে ‘অবিচার’ আখ্যা দিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে, যা আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দীর্ঘায়িত করার অপচেষ্টা। তিনি পূর্বের সীমানা পুনঃবহালের দাবি জানিয়ে হুঁশিয়ার করেন, জনগণের অধিকার ফিরে পেতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ

জনপ্রিয়