০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৩৭, ৫ আগস্ট ২০২৫

জেলা প্রশাসনের আয়োজিত সভায় বক্তব্য ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জেলা প্রশাসনের আয়োজিত সভায় বক্তব্য ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে অভ্যুত্থান-সংশ্লিষ্টদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমর্থকের বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন এবং কয়েকটি ইস্যুতে স্পষ্ট সমালোচনামূলক মন্তব্য করেন। তার বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত ছাত্রদলের কয়েকজন তীব্র প্রতিক্রিয়া জানালে মিলনায়তনে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই শুরু হলে তা মুহূর্তেই বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন চেয়ার ছেড়ে উঠে এসে দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং সরাসরি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

পরবর্তীতে মিলনায়তনে পরিবেশ স্বাভাবিক হলে অনুষ্ঠান আবারও পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ

জনপ্রিয়