আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন-১ এর ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ পৌর ওসমান স্টেডিয়ামে আজাদ রিফাত গ্রুপের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন-১। মঙ্গলবার (১৩ মে) বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয় — আজাদ-রিফাত ফাইবার্স, আজাদ নিট কম্পোজিট, আজাদ ফিসারিজ ও সুইট নেশন্স। ফাইনাল খেলায় আজাদ নিট কম্পোজিট প্রাইভেট লিমিটেড আজাদ রিফাত ফাইবার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আজাদ রিফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি তাইজুল ইসলাম রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলাম প্রমুখ।