১৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ১৩ জুলাই ২০২৫

বিসিবি সভাপতির সাথে মাস্টার ক্রিকেটার্সদের সৌজন্য সাক্ষাৎ

বিসিবি সভাপতির সাথে মাস্টার ক্রিকেটার্সদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ। রবিবার (১৩ জুলাই), বিকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জের সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, উপদেষ্টা সাবেক জাতীয় ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ ও জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মশিউর রহমান সোহেল এবং কার্যকরী সদস্য মো. সেলিম রেজা।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহাবুব আনাম এবং ম্যাচ রেফারি জয়দেব জোগেশও উপস্থিত ছিলেন।

বৈঠকে নারায়ণগঞ্জ জেলার ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভায় ক্রিকেট বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক সংগঠনের কার্যক্রম জোরদার এবং নারায়ণগঞ্জের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাতে নারায়ণগঞ্জের তরুণ ক্রিকেটারদের উন্নয়ন, ট্যালেন্ট হান্ট কার্যক্রম, কোচিং ও টুর্নামেন্ট আয়োজনের সুযোগ বাড়ানোর বিষয়ে বিসিবির সহযোগিতা প্রত্যাশা করেন মাস্টার ক্রিকেটার্সের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়