ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বড়: তরিকুল সুজন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মিলনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ‘১৯৭১ সালে আমরা যে বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। গত ৫৪ বছরে সেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ফলে এই চব্বিশের গণঅভ্যুত্থান হলো বাংলাদেশ রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর লড়াই, রাষ্ট্র পুনরুদ্ধারের লড়াই। ১৯৭১ সালে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্র জনগণের কাছ থেকে বেহাত হয়ে গিয়েছিল, রাষ্ট্র একটা দল ও গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। চব্বিশ হচ্ছে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই।’
তিনি বলেন, ‘আমরা চব্বিশের গণঅভ্যুত্থানকে ভাগাভাগি করতে দেখেছি। প্রতিযোগিতা করতে দেখেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ব্যক্তিগত স্বার্থের থেকে জাতীয় স্বার্থ বড়। জাতীয় স্বার্থ বলতে আমি বুঝি প্রথমত গণহত্যাকারীদের বিচার, দ্বিতীয়ত রাষ্ট্রের সংস্কার, তৃতীয়ত নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘শহীদের পরিবারের কাছে বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশ সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ হবে। যেই বাংলাদেশে সত্যিকার অর্থে সকল শ্রেণি পেশার মানুষের বৈষম্য ভেদাভেদ ভেঙ্গে সকলেই নাগরিক মর্যাদা পাবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ড. এ এফ এম মুশিউর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসান, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হানসহ জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।