জুলাই গণঅভ্যুত্থান দিবসে যুব ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জস্থ শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, সম্পাদক জাহিদ সুজন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর.এইচ. পলাশ, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, এবং কার্যকরী সদস্য এ.আর. দোলন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয়- স্বৈরাচারের বিরুদ্ধে শহীদ হওয়া সাহসী মানুষের কথা। আমরা শুধু স্মরণ করেই থেমে থাকবো না, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম অব্যাহত রাখবো।”
তিনি আরও বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে শোষণ, দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ যুব ফেডারেশন এসময় নতুন প্রজন্মকে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।