০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৫, ৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিছিল

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিছিল

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও বর্ণাঢ্য মিছিল। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় শহরের ২নং রেলগেট এলাকার রহমতুল্লাহ ইনস্টিটিউট পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ।

বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা আহ্বায়ক প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম নেত্রী মুন্নি সরদার এবং আন্দোলনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল।

সমাবেশে পাঠ করা দাবিগুলো হলো- গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকা-ের বিচার দৃশ্যমান করতে হবে, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, মাদক-সন্ত্রাস-নারী নির্যাতন-সাম্প্রদায়িকতা রোধ ও সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে, রামপাল-রূপপুর-চট্টগ্রাম বন্দর ইজারাসহ বিদেশি আগ্রাসনের চুক্তি বাতিল করতে হবে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলন জোরদার করতে হবে।

বক্তারা বলেন, “২০২৪ সালের ২৪ জুলাই শুরু হওয়া গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ। এখনো সেই ক্ষোভ বিদ্যমান। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের আন্দোলন চলবে।”

বক্তারা আরও বলেন, “এই আন্দোলনের ধারাবাহিকতা ধরে রেখে বৃহত্তর বাম গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।”

সমাবেশ শেষে একটি র‌্যালি ২নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

সর্বশেষ

জনপ্রিয়