আব্দুল আলী ফকিরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে রাস্তার নামকরণের দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলী ফকিরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০১০ সালের ২৫ জুলাই না-ফেরার দেশে পাড়ি জমান এই জনবান্ধব সমাজকর্মী। তাঁকে স্মরণ করে এলাকাবাসী ফের নতুন করে তাঁর নামে রাস্তা নামকরণের দাবি তুলেছে।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা আইলপাড়া জামে মসজিদ ও বাদ এশা বায়তুল মামূর গোরস্থান জামে মসজিদে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিনে আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ গভীর শ্রদ্ধা জানিয়ে পোস্টার কর্মসূচি পালন করে।
১৯১৬ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী আব্দুল আলী ফকির ছিলেন একজন নিঃস্বার্থ সমাজসেবক। আইলপাড়া ও আশপাশের এলাকার পানি, বিদ্যুৎ, গ্যাস ও রাস্তা সংক্রান্ত উন্নয়নকাজে তাঁর অগ্রণী ভূমিকা রয়েছে। তাঁর প্রচেষ্টায় আইলপাড়া আজ নাগরিক সুবিধার আওতায় এসেছে বলে মনে করেন স্থানীয়রা।
তরুণ বয়সেই মানুষের আস্থা অর্জনকারী আব্দুল আলী ফকির বিভিন্ন সামাজিক বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু উন্নয়ন কাজ নয়, সামাজিক সহাবস্থান, মানবিকতা এবং শিক্ষাবিষয়ক কার্যক্রমেও তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।
তাঁর নামে গঠিত আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ নিয়মিতভাবে তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান বলেন, “আব্দুল আলী ফকির আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্ম ও আদর্শ তাঁকে চিরভাস্বর করে রেখেছে। আমাদের মূল স্লোগান ‘সমাজ প্রেমের মৃত্যু নাই – সমাজ প্রেমিকের মৃত্যু নাই’।”
এলাকার বিশিষ্টজনদের অভিমত, আইলপাড়ার যে রাস্তাটি পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চিটাগাং বাড়ি হয়ে পশ্চিম আইলপাড়া ও এনায়েতনগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেটি আব্দুল আলী ফকিরের নামে নামকরণ করা হোক।
তারা জানান, এ দাবিটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও স্থানীয় কাউন্সিলরের কাছে ইতিপূর্বে উত্থাপন করা হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে তারা রাস্তার দ্রুত নামকরণ ও ফলক স্থাপনের দাবি জানান।