জুলাই গণঅভ্যুত্থান দিবসে গার্মেন্ট শ্রমিক সংহতির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন স্মৃতি স্তম্ভে।
এসময় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান শ্রমিকনেতা অঞ্জন দাস, জেলা কমিটির দপ্তর সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মো. হান্নান, মো. মিলন, পাপ্পু, ফরিদ, রুহুলসহ আরও অনেকে।
শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অঞ্জন দাস বলেন, ‘আমরা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের গড়িমসি লক্ষ্য করছি, যা খুবই দুঃখজনক। জুলাই অভ্যুত্থানে শ্রমিক ও শ্রমজীবীরা অকাতরে জীবন দিয়েছেন। নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। বিচার, সংস্কার, নির্বাচন এবং সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্ব চাই। শহীদের রক্ত বৃথা যেতে পারে না।’