০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৭, ৫ আগস্ট ২০২৫

জামায়াতের গণ-সমাবেশ ও মিছিল: প্রতিটি হত্যার বিচার দাবি

জামায়াতের গণ-সমাবেশ ও মিছিল: প্রতিটি হত্যার বিচার দাবি

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাষাড়া থেকে ডিআইটি মসজিদ পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন।

তিনি তার বক্তব্যে বলেন, “প্রত্যেকটি হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। যারা হাত, চোখ, পা হারিয়েছে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গডফাদার হাসিনা আমাদের অর্থে কেনা অস্ত্র দিয়ে আমাদের সন্তানদের হত্যা করেছে- তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ প্রতিহত করতে হলে সংস্কার জরুরি। সংস্কার ছাড়া যদি তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করা হয়, তাহলে তা স্বৈরাচার প্রতিষ্ঠার নতুন কৌশল হিসেবে দেখবে জনগণ। চাঁদাবাজি, হত্যা ও জুলুম বন্ধে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে ছাত্র-জনতা নতুন বাংলাদেশের প্রত্যয়ে রাজপথে রক্ত ঢেলেছিল। সেই প্রত্যয় থেকেই আজ আমরা শামীম ওসমানসহ সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, জামায়াত নির্বাচনমুখী দল এবং গণতন্ত্রকামী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময়ই সোচ্চার থেকেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “সকল শহীদই দেশের সম্পদ। তাদের বিচার না হওয়া পর্যন্ত জনগণের হৃদয় শান্তি পাবে না।”

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ স্বজনের বাবা হাসান মাহমুদ, মহানগরীর নায়েবি আমির মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি জামাল হোসেন, এইচ.এম. নাসির উদ্দিন, ডা. আলী আশরাফ খান, হাফেজ আব্দুল মোমিন, জাকির হোসেন, ছাত্রশিবির মহানগর সেক্রেটারি অমিত হাসান, অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, হাবিবুর রহমান মল্লিক, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দিন, মাহবুব আলম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়