০৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৫, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ২১:০৬, ৫ আগস্ট ২০২৫

শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ

শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ

স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও দেশের শ্রমিক শ্রেণি এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সেই অভ্যুত্থানে ছাত্র-শিক্ষক, পেশাজীবীদের পাশাপাশি শ্রমিকরাও রক্ত দিয়েছেন। অথচ আজও শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে রাস্তায় নামতে হচ্ছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা কমিটির সভাপতি এফ. এম. আবু সাঈদ, শ্রমিক নেতা মো. রাজীব চৌধুরী, মো. মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “যদিও স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, তবে এখনো বাংলাদেশ সম্পূর্ণভাবে ফ্যাসিবাদমুক্ত হয়নি। আজও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে কিছু ব্যক্তি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।”

এসময় বক্তারা শ্রম সচিব শফিকুজ্জামান ও তার স্ত্রী জাহেদাকে ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে আখ্যা দিয়ে তাদের পদচ্যুতির দাবি জানান।

সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়