০৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২০, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪০, ৩ আগস্ট ২০২৫

ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় ভাসুর

ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় ভাসুর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান ওরফে আবির নামের এক ব্যাক্তি। রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে সকাল ৯টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

নিহত গৃহবধূর নাম নদী আক্তার নীলা (২৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

অভিযুক্ত মো. রবিউল হাসান ওরফে আবির, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল হাসানের মা কয়েক মাস আগে ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ নীলার হাতে তুলে দেন। কিন্তু রাসেল প্রবাসে পাড়ি জমালেও ঋণের টাকা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়ে নীলার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জের ধরেই রবিবার সকালে তিনি ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা জানান, নিহত নীলার পূর্বে আরও তিনটি বিয়ে হয়েছিল। প্রবাসী রাসেল ছিলেন তার চতুর্থ স্বামী। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা জটিলতার মধ্যেই চলছিল তার সংসার।

সর্বশেষ

জনপ্রিয়