আড়াইহাজার পৌর যুবদলের কমিটি ঘোষণা
আড়াইহাজার পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করে শফিকুল ইসলাম সবুজের নেতৃত্বে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী আংশিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি মো. আলামিন, সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর এবং সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া।
ঘোষণা প্যাডে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পৌর যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করতে হবে।





































