ঢাকায় অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দুপুরের পর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। এ সময় তারা বর্তমান সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, মাসুকুল ইসলাম রাজীব, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ।