আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই বাসায় বসবাসকারী চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫), সোহাগ (৩২) ও মো. আফ্রিদী (২৪)।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আফ্রিদীর শরীরের ৮ শতাংশ, আতিকের ৫ শতাংশ, কামরুলের ৩.৫ শতাংশ ও সোহাগের ১.৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিক।
স্থানীয়দের বরাতে ওই কারখানার পরিচালক হিমেল খান জানান, “দগ্ধরা একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার ভোরে রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত, আমরা নিয়মিত তাদের খোঁজখবর রাখছি।”
ফায়ার সার্ভিস আড়াইহাজার স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, “দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। চারজন দগ্ধ হয়েছেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত।”