যারা আজ বড় বড় কথা বলছে, অতীতে তাদের খুঁজে পাওয়া যায়নি: টিটু

“বিগত দিনে যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল, আজ তাদের দোষারোপ নয়, বরং কৃতজ্ঞতা জানানো উচিত। বিএনপি কারও ব্যক্তিগত প্ল্যাটফর্ম নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত”—এ কথা বলেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ফতুল্লার পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “দলের ঊর্ধ্বে কেউ নয়, বিভ্রান্তিমূলক কথা বলা বন্ধ করুন। এমন কিছু বলবেন না যাতে নেতাকর্মীরা বিভ্রান্ত হয়। দলের বদনাম হবে, বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হবে—এমন কিছু কেউ করবেন না।”
তিনি আরও বলেন, “রাজপথ কোনোদিন ফাঁকা হয়নি, কারণ আমাদের সাহসী কর্মীরাই আন্দোলন টিকিয়ে রেখেছে। যারা আজ বড় বড় কথা বলছে, অতীতে তাদের খুঁজে পাওয়া যায়নি। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। অতীত থেকে শিক্ষা নিতে হবে।”
প্রস্তুতি সভায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালনের জন্য সকল ইউনিট ও অঙ্গসংগঠনকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শহিদুল ইসলাম টিটু। তিনি জানান, “এই দিনটি শুধু স্মরণ নয়, মানুষের পাশে দাঁড়ানোরও একটি সুযোগ। অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে।”
ফতুল্লা থানা বিএনপি শহীদ রাষ্ট্রপতির আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসম্পৃক্ত ও গঠনমূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, সহসভাপতি শেখ হানিফ, যুগ্ম সম্পাদক মো. মিথুন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, যুগ্ম আহ্বায়ক নজরুল প্রধান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল এবং ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।