লোহা চুরির টাকার ভাগাভাগির বিরোধে আট মামলার আসামি খুন
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট মামলার আসামি শাহাদাত (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১১টার দিকে জিমখানা সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পার্ক গেটের সামনে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহাদাতের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধে আটটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লোহা চুরির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।”
এ ঘটনায় ফাহিম ও ভেলকি নামে দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি নাছির আহমেদ।





































