আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে নির্যাতন, লুটের গরু দিয়ে ভোজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিহ্নিত ডাকাত সফুর নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার দিবাগত রাতে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে তাণ্ডব চালিয়েছে। তারা ইউপি সদস্য সাত্তারসহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে, আটটি গরু লুটে নেয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে গরুগুলো পাশের মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুটি গরু জবাই করে ভোজের আয়োজন করে হামলাকারীরা।
ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, এমনকি থানায় অভিযোগ দিতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, জোকারদিয়া এলাকার চিহ্নিত ডাকাত সফু একাধিক ডাকাতি মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে আসছে। তাদের ধারণা, কেউ তাকে পুলিশে ধরিয়ে দিতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে—এই আশঙ্কায় সফু পরিকল্পিত এই হামলা চালায়।
হামলায় জয়নাল, কামাল ও জামালের বাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা জয়নালের দুটি, কামালের দুটি এবং জামালের চারটি গরু লুট করে নেয়। এরপর ইউপি সদস্য সাত্তার, স্থানীয় বাসিন্দা শাহাদাত ও বাবুলকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় সফুর বাড়িতে, যেখানে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর জোকারদিয়া গ্রামে সুনসান নীরবতা নেমে এসেছে। আতঙ্কে মানুষজন কাজকর্মে যেতে পারছে না, কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”