সিটিতে এবার ২৬ কোরবানির পশুর হাটের প্রস্তাব

ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এবার ২৬টি কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে অস্থায়ী এ হাটগুলো স্থাপন করা হবে।
ইতোমধ্যে হাটের খসড়া তালিকা করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে হাটগুলোর বিষয়ে নিষ্পত্তি পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতবছর সিটি কর্পোরেশনে ১৫টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়। এবার হাটের সংখ্যা বাড়ছে।
এদিকে, সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, শহরের ভেতর আলাউদ্দিন খাঁ স্টেডিয়ামে (জিমখানা স্টেডিয়াম) হাট বসানোর প্রস্তাবনা এসেছিল বিএনপির এক নেতার পক্ষ থেকে। তবে, শহরের ভেতরে পশুর হাট স্থাপন করা হলে যানজটের শঙ্কা তৈরি হওয়ায় তালিকায় আলাউদ্দিন খাঁ স্টেডিয়াম বাদ পড়েছে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এবার সিটি কর্পোরেশন এলাকায় ২৬টি পশুর হাটের ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাটগুলো দরপত্রের মধ্য দিয়ে ইজারা প্রদান করা হবে।
“আমরা তালিকাটি ডিসি অফিসে পাঠিয়েছি। সেখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। সর্বোচ্চ দরদাতা নির্দিষ্ট সময়ের জন্য শর্তসাপেক্ষে হাটগুলোর ইজারা পাবেন”, যোগ করেন সিটি কর্পোরেশনের এ কর্মকর্তা।