বিএনপি নেতা রিয়াদ চৌধুরী বহিষ্কার, ঢাকায় আটক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে ঢাকার বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “রিয়াদ চৌধুরীকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাকে আনতে ঢাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।”
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ফোনালাপের অডিও ফাঁস হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।





































