নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সাগরের সতর্কবার্তা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর তার ব্যক্তিগত ফেসবুক পেজে সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা বা অন্যায় কোনো কাজ করলে তাকে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
শনিবার (১৭ মে) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, "আমি স্পষ্ট করে বলছি, আমার নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা বা অন্যায় কোনো কাজ করে, তাকে সঙ্গে সঙ্গে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। সময় ভালো হলে অনেকেই নাম ভাঙিয়ে অন্যায় সুযোগ নিতে চায়। সুতরাং সেই সুযোগ দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "তারুণ্যের অহংকার তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা, কোনো অন্যায়কারী, দখলবাজ, মাদক ব্যবসায়ীর স্থান এই দলে হবে না। সে যত বড় নেতা হোক বা কর্মী কিংবা সাধারণ কেউ।"
এড. সাগর আরও উল্লেখ করেন, "জিয়াউর রহমানের আদর্শ আমাদের হৃদয়ে শিরায় বহমান। অনেক কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ আন্দোলনের ফলে আমরা একটি স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। দলের ভাবমূর্তি নষ্ট করবে এমন কোনো ব্যক্তি আমাদের দরকার নেই।"
তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "কথা স্পষ্ট এবং ক্লিয়ার – দলের ভাবমূর্তি নষ্টকারীরা দলের সদস্য হতে পারবে না।"