২২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ২২ মে ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি নেতা হাজী আব্দুর রহমান মুন্সীর ইন্তেকাল

সোনারগাঁয়ে বিএনপি নেতা হাজী আব্দুর রহমান মুন্সীর ইন্তেকাল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সী (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বারদী বাজার খেলার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

তারা শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়