‘ভিডিও এডিটেড এবং বিষয়টি পারিবারিক’ দাবি ব্যবসায়ী আজাদের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ফোন আলাপের রেকর্ডকে ‘এডিটেড’ দাবি করেছেন আজাদ ডাইং এর মালিক ব্যবসায়ী আজাদ। তিনি বলেন, ‘আমার কোনো অফিযোগ নেই। অফিযোগ নেই বলে আমি এসেছি। অডিও রেকর্ড ওইটা আমাদের না। এটা আমাদের পারিবারিক বিষয়।’
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘রিয়াদ চৌধুরী আমার ভাগিনা, আমার সম্মন্ধির ছেলে। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। কি হইছে আমি জানি না কিন্তু এক সাংবাদিক, তাকে আমি চিনি না। ভদ্রলোক গত দুই-তিনদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, আপনার সাথে রিয়াদ চৌধুরীর কোন এক কথোপকথন আমার কাছে রেকর্ড আছে। এটা আমি ফাঁস করে দিবো। আমি বললাম, তুমি এটা নিয়ে আগে বাড়িয়ো না, এটা আমাদের পারিবারিক ব্যাপার। রিয়াদ আমার ভাগিনা, আমি তার ফুপা, এটা নিয়ে আগে বাড়িয়ো না। এটা নিয়ে যদি তোমার কোনো কথা থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমার সাথে তুমি কথা বইলো। রিয়াদকে নাকি ওইটার প্রেক্ষিতে এখানে আনা হাইসে। এ জন্য আমি এখানে এসেছি যে, আমার সাথে তার কোনো দ্বিধা-দ্বন্ধ নাই।’
রেকর্ডের বিষয়ে এই ব্যবসায়ী বলেন, ‘আমি এটা দেখিনি। তবে এ বিষয়ে শুনে এখানে এসেছি। কল রেকর্ডটি পুরাপুরি সঠিক না। কিছু এডিটিং আছে। এটা দীর্ঘদিনের বিষয়। এটা প্রযুক্তির মাধ্যমে বানানো হইছে।’
এর আগে ফতুল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন উল্লেখ করে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি অডিও ফোনালাপ ছড়িয়ে পরে। এতে ব্যাপক বির্তক সৃষ্টি হয়।
অন্যদিকে বৃহস্পতিবার ভোরে চাঁদাবাজির অভিযোগে ঢাকার বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিয়ে আসা হয়।