ফতুল্লায় আজমেরী অনুসারীদের গোপন মিছিলে বিএনপির ধাওয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল করেছে অসংখ্য হত্যা, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (২০ মে) রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিল থেকে এক কিশোরকে আটক করে পুলিশেও দেয় স্থানীয় বিএনপির লোকজন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় আজমেরী ওসমানের অনুসারী কয়েকজন তরুন-যুবক মিছিল করে। এ সময় ঝটিকা মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর পেয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ওই মিছিলকারীদের ধাওয়া দেন।
এ সময় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে পুলিশে সোপর্দ করে বিএনপির লোকজন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “এ বিষয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মিছিলে ছিল বলে স্বীকার করেছে। কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।”