ছাত্র ফেডারেশনের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে “বই পড়া প্রতিযোগিতা”-এর উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল। তিনি বলেন, “বই শুধু জ্ঞানের উৎস নয়, এটি মননের বিকাশ ও চিন্তার স্বাধীনতার পথও দেখায়। বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই আমাদের অতীত থেকে ভবিষ্যতের যাত্রায় বর্তমানকে গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। তিনি বলেন, “বর্তমান সমাজে মানুষ পেশিশক্তি নির্ভর হয়ে উঠছে। কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন মেধা ও মননের চর্চা। বই পড়ার অভ্যাস মানুষকে সঠিক পথে পরিচালিত করে।”
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় একটি শিক্ষিত, মানবিক ও মর্যাদাশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। আজকের এই বই পড়া প্রতিযোগিতা সেই লক্ষ্য অর্জনের একটি ধাপ। আমরা বিশ্বাস করি, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেই শিক্ষার্থীরা আগামীর নেতৃত্বের জন্য প্রস্তুত হবে।”