বন্দরে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বন্দর থানা প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত চার বছর মেয়াদি ‘শিখা’ প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চলবে। “প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি”—এই লক্ষ্যে প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন ও কমিউনিটিতে বাস্তবায়ন করা হবে।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতা এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হবে।
সভায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আড়াইহাজার উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও বুলিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় আরও উঠে আসে—ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে ‘ঝুঁকি ম্যাপ’ প্রণয়ন, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার, যুব ফোরাম গঠন, অভিভাবক সভা আয়োজনসহ সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান পারভেজ, মোদাচ্ছেরুল হক পাভেল, ব্র্যাক জেন্ডার অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার জেসমিন জুঁই এবং কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারী।
ওরিয়েন্টেশন সভাটি সঞ্চালনা ও প্রকল্পের সার্বিক উপস্থাপনা করেন টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী।
প্রকল্পটি স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, পোশাক শিল্প, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাজ করবে বলে সভায় জানানো হয়।