জুলাই যোদ্ধা সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের আদালত পাড়ায় জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ফেডারেশন। সোমবার (১৯ মে) সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা। তিনি বলেন, “আমাদের সহযোদ্ধা জিসানকে শুধুমাত্র গণঅভ্যুত্থানে লড়াই করার অপরাধে আটক রাখা হয়েছে। তাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হচ্ছে। অথচ সে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এভাবে একজন সংগ্রামী তরুণকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে রাখা অন্যায়।”
তিনি আরও বলেন, “রাতের আধারে মানুষকে তুলে নিয়ে যাওয়ার চর্চা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। এখন সেই চর্চাই চলছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করতে রাজনৈতিক প্রতিহিংসামূলক এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, কার্যকরী সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা প্রমুখ।
এছাড়া বিভিন্ন শাখার নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, সদস্য আশা মনি সুরভি, মীম, নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, শান্ত চক্রবর্তী, কদম রসুল কলেজ শাখার আহ্বায়ক শফিক উদ্দিন শিপন, যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরি, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান, যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ প্রমুখ।
ছাত্র ফেডারেশন নেতারা দ্রুত জিসানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।