২৩ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ২২ মে ২০২৫

বন্দরের ধামগড় বাজার থেকে লাঙ্গলবন্ধ রাস্তার বেহাল দশা

বন্দরের ধামগড় বাজার থেকে লাঙ্গলবন্ধ রাস্তার বেহাল দশা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে লাঙ্গলবন্দ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক বর্তমানে যেন মরন ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির অধিকাংশ অংশ হাঁটু পানিতে তলিয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে একাকার হয়ে যায়। রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হওয়া বড় বড় গর্তে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, এটি ইস্পাহানী বাজার থেকে লাঙ্গলবন্দ বাজারে যাওয়ার একমাত্র রাস্তা, অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাটির দুই পাশে রয়েছে অসংখ্য তুলার মিল, স্কুল-মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন এই সড়ক দিয়ে।

ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহ আলম বলেন, “দুই পাশে তুলার মিল ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে। পানি জমে থাকার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।”

স্থানীয় বাসিন্দা নাসির মাতাব্বর বলেন, “ইস্পাহানী বাজার থেকে বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী। এটি হাজার হাজার মানুষের চলাচলের অন্যতম সড়ক, কিন্তু বৃষ্টিতে অচল হয়ে পড়ে।”

ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, “গত ৮ বছর ধরে রাস্তাটির এই বেহাল দশা চলছে। রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, “রাস্তাটির বেহাল দশা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়