উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে “আমরা নারায়ণগঞ্জের সন্তান”র মতবিনিময়
বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে “আমরা নারায়ণগঞ্জের সন্তান” সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ বুধবার দুপুরে রাজধানীর গ্রীনরোড পানি ভবনে মতবিনিময় করেন।
মতবিনিময়ে সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর ও সদর উপজেলার নদী ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বিষয়গুলো কার্যকরভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম মাজহারুল হক কাইজার, সভাপতি মোঃ মোক্তার হেসাইন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।





































