মাসুদুজ্জামান খালেদা জিয়া, তারেক রহমানের প্রতিনিধি: টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি নিজে, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী আবু জাফর আহাম্মেদ বাবুল এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। তিনি বলেন, “আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তাকে বিজয়ী করতে এককাতারে কাজ করি।”
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “আগামীকাল ঐতিহ্যবাহী বরফকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নারায়ণগঞ্জের কৃতিসন্তান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা এবং ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বার্তা নিয়ে আসবেন। আমরা মহানগর বিএনপির নেতৃত্বে জনসভায় অংশ নেবো।”
প্রার্থী মাসুদুজ্জামানকে উদ্দেশ করে তিনি বলেন, “মাসুদুজ্জামান মাসুদ বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দল এবং নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের প্রতিনিধি। আপনি ভয় পাবেন না। কারা ত্যাগী নেতা, কারা আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে যুক্ত, কারা দীর্ঘদিন রাজনীতি করেছে—এগুলোর খোঁজ রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে সবাই কোথায় দাঁড়াবে সেটাও দেখতে হবে।”
আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, “ইনশাল্লাহ দুই-এক দিনের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী বাবুল, যুগ্ম আহ্বায়ক আবু কাউছার আশাকে সঙ্গে নিয়ে জনসভা শেষে মাসুদুজ্জামানের সঙ্গে আমরা সকলের বাড়ি বাড়ি যাবো। তাদেরকে অবশ্যই প্রচারণায় থাকতে হবে—এটা সময়ের দাবি।”





































