সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ মো. উজ্জল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হাউজিংয়ের ৭নং গলির সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার উজ্জল আটি হাউজিং এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।





































