জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) নগরীর তক্কার মাঠ এলাকায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল ‘দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।’ কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন কার্যক্রম, তরুণ উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়, স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, প্রাণিসম্পদ খাতে অধিক অংশীজনকে সম্পৃক্ত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সরকার বিভিন্ন কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। তিনি প্রাণিসম্পদ উন্নয়নে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
আলোচনা ও র্যালি শেষে অতিথিরা প্রদর্শনীস্থলের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ ইউনুস আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।





































