১৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২৫, ১৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়। পরে আনন্দ মিছিলটি শহীদ মিনার এলাকা ঘুরে সমাবেশে পরিণত হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, “আদালতের এই রায় দেশের ছাত্রসমাজ ও আপামর জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। বিচার বিভাগের সাহসী ভূমিকা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে। ন্যায়বিচারের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা’দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়