২৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২১, ২৫ নভেম্বর ২০২৫

যুব ফেডারেশনের জেলা কমিটিতে নতুন ৪ সদস্য

যুব ফেডারেশনের জেলা কমিটিতে নতুন ৪ সদস্য

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভায় চারজন নতুন সদস্যকে কো-আপ্ট করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন মো. আল মেহেদী, মো. রিয়াদ হোসেন, সানজিদা ইসলাম ইলমা ও রাতুল দেওয়ান।

সংগঠনের সম্প্রসারণ ও নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা কমিটির নেতারা।

আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, “নতুন সদস্যরা সংগঠনের কাজকে আরও গতিশীল করবে।”

এছাড়া অভিনন্দন জানান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ ও প্রচার সম্পাদক সাকিব হাসান সানি।

সর্বশেষ

জনপ্রিয়