২৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ২৪ নভেম্বর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে ও.পি.এ-এর স্বেচ্ছাসেবকদের ‘গ্রীন মিশন’ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ও.পি.এ-এর স্বেচ্ছাসেবকদের ‘গ্রীন মিশন’ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) এক বিশেষ মশকনিধন ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ওয়ার্ডের প্রধান সড়ক, ড্রেন, খাল, পার্ক ও জনবসতিপূর্ণ এলাকায় ফগিং এবং লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হয়।

মশাবাহিত রোগ- বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের বর্তমান ঝুঁকি বিবেচনায় ও.পি.এ এর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে। স্বেচ্ছাসেবকরা অভিযানের পাশাপাশি বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেটে ঘরের ভেতর-বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি বিষয়গুলো তুলে ধরা হয়।

ও.পি.এ এর মুখপাত্র সোহাদ হোসেন প্রান্ত বলেন, “ডেঙ্গু বর্তমানে একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সচেতন নাগরিকদের অংশগ্রহণ ছাড়া এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের আজকের অভিযান সেই জনসচেতনতা বাড়ানোরই একটি অংশ।”

অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, নারী ও যুব স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা বলেন, এমন সমন্বিত উদ্যোগ স্থানীয় মানুষের ঝুঁকি কমাতে এবং দীর্ঘমেয়াদে পরিবেশগত স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ও.পি.এ এর স্বেচ্ছাসেবকরা জানান, অভিযানের উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক মশা নিধন নয়; বরং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

একজন স্বেচ্ছাসেবক বলেন, “মানুষ বুঝতে পারলেই ছোট ছোট উদ্যোগ তাদের পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক অভিযান পরিচালনা করা হবে।

ও.পি.এ এর এই গ্রীন মিশন স্থানীয় জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়