নারায়ণগঞ্জে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নারায়ণগঞ্জে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় অতিথিরা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করে এক বছরেই তা পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন।
জেলা প্রতিনিধি দিলীপ কুমার ম-লের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য প্রণব কৃষ্ণ রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ এক বছরে অনেকদূর এগিয়ে গেছে। অনেক চমৎকার চমৎকার সংবাদ প্রকাশ করে পাঠকদের অন্তরে জায়গা করে নিয়েছে। দেশের স্বার্থে পত্রিকাটি ভবিষ্যতেও সত্য সংবাদ প্রকাশে দৃঢ় থাকবে এমনটাই আশা করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, মাসুমুজ্জামান, আমির হোসাইন স্মীথ, আনোয়ার হাসান, সিনিয়র ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্য ও সাংবাদিক অপু রহমান।





































