২৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ২৪ নভেম্বর ২০২৫

তাজরীন অগ্নিকণ্ডের ১৩ বছর: আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি

তাজরীন অগ্নিকণ্ডের ১৩ বছর: আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি

তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে আগুনে ১১৩ জন শ্রমিক মারা যান। এরপর ২০১৩ সালের রানাপ্লাজা ধসে ১১৩৬ জন এবং ২০২১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ৫৪ জন শ্রমিকের মৃত্যু- এই মৃত্যুর মিছিল এখনও থামেনি। কিন্তু কোন ঘটনারই সংশ্লিষ্ট মালিকদের শাস্তি হয়নি।

তাদের অভিযোগ, মালিকদের অতিমুনাফা, নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা এবং আইন না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করে না।

নেতারা বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি- আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ। কিন্তু বর্তমানে শ্রম আইনে ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকা, যা অমানবিক বলে মন্তব্য করেন তারা। নতুন সংশোধিত শ্রম আইনেও এই বিষয়ে কোন পরিবর্তন আনা হয়নি বলেও দাবি করেন।

নেতারা আরও বলেন, অভ্যুত্থানের পর শ্রমিকদের দাবি-দাওয়া মেটানোর পরিবর্তে সরকার শ্রমিক আন্দোলনে গুলি চালিয়ে ৫ শ্রমিককে হত্যা করেছে। তাজরীন, রানাপ্লাজা ও সেজান জুস ট্র্যাজেডির বিচারও অগ্রগতি হয়নি।

সমাবেশ থেকে তারা বন্ধ কারখানা পুনরায় চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাই ও পাওনা বঞ্চনা বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সব হত্যাকা-ের বিচার ও মালিকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়