২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২৬ নভেম্বর ২০২৫

বন্দরে স্ট্রিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে অর্ধলাখ টাকা লুট

বন্দরে স্ট্রিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে অর্ধলাখ টাকা লুট

নারায়ণগঞ্জের বন্দরে সুমন বর্মন (৪৫) নামে স্ট্রিল মিলের এক কর্মকর্তাকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এবং জনতার সহায়তায় ছিনতাইকারী হৃদয়কে (২৯) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বন্দরের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হৃদয় মুন্সিগঞ্জ জেলার হাটখোলা এলাকার মোখলেছ মিয়ার ছেলে।

জানাগেছে, মালিবাগ এলাকার আলট্রা স্ট্রিল রি রোলিং মিলস লিমিটেডের ইনচার্জ সুমন বর্মন আসমানী পরিবহনের বাসে স্টাফ কোয়ার্টার থেকে কেওঢালা ইউটানে নামেন। পরে কেওঢাকা থেকে সিএনজি যোগে যাচ্ছিলেন। জাঙ্গাল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেন। বাসের চালক বিষয়টি লক্ষ্য করে সিএনজিসহ ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, হৃদয়কে বন্দর থানার দায়েরকৃত ২২(৮)২৫নং মামলায় বুধবার (২৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি দুই ছিনতাইকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ

জনপ্রিয়