২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ২৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ফোরামের আয়োজনে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫”।

বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠানটি Building Youth Leadership on Pluralism & Social Harmony প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি উপস্থাপনা করেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন এস.এম বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ঢাকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, সুজন বন্ধু কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, দৈনিক বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, শিক্ষক মো. সাজেদুর রহমান, মো. মিঠুন সরদার, শিক্ষিকা জহুরা বিনতে আবেদীন প্রমুখ।

উক্ত প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বাংলাদেশ রাষ্ট্রের গঠন, রাজনৈতিক ব্যবস্থা, সংবিধান, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জ্ঞান অর্জন করে। প্রতিযোগিতা শেষে সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয় এবং সেরা দশজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেলসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়