অসুস্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরফরাজের পাশে যুবশক্তি

নারায়ণগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সরফরাজ আহমেদ সজীবের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় তার খোঁজখবর নিতে বাসায় যান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সরফরাজ আহমেদ সজীব নারায়ণগঞ্জবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার নেতা আবিদ রহমান বলেন, “সরফরাজ আহমেদ সজীবের অসুস্থতা আমাদের মতো তরুণ ও বিপ্লবীদের জন্য অত্যন্ত দুঃখজনক। সজীব ভাইকে রাজপথেই মানায়, এভাবে অসুস্থ অবস্থায় নয়। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
অসুস্থ অবস্থায়ও সরফরাজ আহমেদ সজীব বলেন, “নারায়ণগঞ্জবাসীসহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দ্রুত সুস্থ হয়ে রাজপথে ফিরে জনগণের পাশে দাঁড়াতে চাই।”
তিনি আরও জানান, তার অসুস্থতার খবর শুনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফোনে খোঁজ নিচ্ছেন এবং শুভকামনা জানাচ্ছেন।