১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪২, ১৩ অক্টোবর ২০২৫

বন্দরে ডেঙ্গু-চিকনগুনিয়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি

বন্দরে ডেঙ্গু-চিকনগুনিয়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি

ডেঙ্গু, চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

সোমবার (১৩ অক্টোবর) সকালে নগরভবনে স্মারকলিপি দেন সংগঠনটির বন্দর শাখা কমিটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সত্ত্বেও কিছু এলাকায় এখনও অপরিকল্পিতভাবে পরিত্যক্ত পুকুর, নর্দমা, ডোবা ও জলাবদ্ধ স্থানসহ অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। যা বর্তমানে মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নাগরিক কমিটির নেতারা বলেন, নাগরিক কমিটির বন্দর শাখা ইতোমধ্যে এ অবস্থাকে মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এমতাবস্থায়, নাগরিকদের সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষার্থে নাসিকের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তারা বলেন, চিকুনগুনিয়া এখন কেবল একটি মৌসুমি সমস্যা নয়, এটি নাগরিক জীবনের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য এক গুরুতর হুমকি। সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে সংকট মোকাবেলা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, আপনার কার্যকর নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরকে পুনরায় পরিচ্ছন্ন, নিরাপদ ও মশামুক্ত নগরীতে পরিণত করা হবে।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বন্দর উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখার যৌথ উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম, নালা-নর্দমা, পুকুর, ডোবা ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ও শক্তিশালী ফগিং ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম, বিভিন্ন ওয়ার্ডে পোস্টার, লিফলেট, মাইকিং ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করার আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়