১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ১৬ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩১ দফার উঠান বৈঠক

সিদ্ধিরগঞ্জে ৩১ দফার উঠান বৈঠক

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখের সভাপতিত্বে চৌধুরীবাড়ী এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

উঠান বৈঠকে অধ্যাপক মামুন মাহমুদ জনগণের উদ্দেশ্য বলেন, “আমরা কেউ নেতা নই, আপনাদের সেবক। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফার ভিত্তিতে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো।”

সর্বশেষ

জনপ্রিয়