২০নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের উদ্যোগে আধুনিক ফগার মেশিনে মশক নিধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে আধুনিক ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। এলাকাবাসীর কল্যাণে নেওয়া এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ— মনোয়ার হোসেন শোখন, ভিক্টর মৃধা, পারভেজ আলম মিঠু, নুরুজ্জামান, সায়েম, আব্দুল মান্নান, রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এসময় মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের প্রিয় ওয়ার্ডবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। এই মশক নিধন কার্যক্রম তারই একটি অংশ।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত হলে এলাকাবাসী আরও উপকৃত হবে এবং ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।